সরকারবিরোধী বিক্ষোভ: নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ

রমেশ লেখক। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে পুলিশি হামলায় ১৯ জন নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

আজ সোমবার সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দেন বলে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারি বাসভবন বালুওয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে উপস্থিত এক মন্ত্রীর বরাতে জানা গেছে, সোমবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে ১৯ জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় নৈতিক দায় স্বীকার করে লেখক  পদত্যাগ করেছেন।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সকাল থেকে কাঠমান্ডুসহ অন্যান্য শহরে আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভে পুলিশ গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। এতে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক নিজেই পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং এরপর মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।

তিনি গত বছরের ১৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago