মেয়র হলে ইসরায়েলি বন্ডে বিনিয়োগ বন্ধ করবেন জোহরান

নিউইয়র্কের মুসলিম মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ছবি: রয়টার্স
নিউইয়র্কের মুসলিম মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ছবি: রয়টার্স

স্বল্পকালীন তহবিল সংগ্রহের জন্য অনেক সময় একটি দেশের সরকার বাজারে বন্ড ছাড়ে। এ রকম বন্ড ইসরায়েলি সরকারও বাজারে ছেড়ে থাকে। আগামী নভেম্বরে মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের সরকারি বন্ডে নিউইয়র্ক শহরের বিনিয়োগ বন্ধ করবেন জোহরান মামদানি।

তিনি আন্তর্জাতিক আইন মেনে বিনিয়োগ করতে চান। এ বিষয়ে তিনি নগরীর হিসাবরক্ষক বা কম্পট্রোলারের ভূমিকার প্রশংসাও করেন।

গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএন নিউজে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি এ মন্তব্য করেন।

গণমাধ্যমটির প্রধান রাজনৈতিক সংবাদদাতা মার্সিয়া ক্রেমার ডেমোক্র্যেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানিকে প্রশ্ন করেন—অনেকে ইসরায়েল নিয়ে আপনার অবস্থান নিয়ে কথা বলেন। আপনি আগে ইসরায়েলের সঙ্গে ব্যবসা কমানোর কথা বলেছিলেন। মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক আছে এমন প্রতিষ্ঠানে বিনিয়োগ নিরুৎসাহিত করবেন এবং বিষয়টি নগরীর হিসাবরক্ষক ও পেনশনের অর্থ নিয়ন্ত্রণ করেন যারা তাদেরকে জানাবেন। এখন আপনি কি ইসরায়েলি বন্ডে যে বিশাল বিনিয়োগে আছে তা তুলে নেওয়ার কথা বলবেন?

জবাবে জোহরান মামদানি বলেন, তিনি ইসরায়েলের সমালোচনা করেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে। তিনি চান না আন্তর্জাতিক আইন অবজ্ঞা করে কোনো অর্থ ইসরায়েলে বিনিয়োগ করা হোক।

ইসরায়েলি বন্ডে নিউইয়র্কের পেনশনভোগীদের অর্থ বিনিয়োগ করাকে তিনি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মনে করেন। এ বিষয়ে তিনি নগরীর বর্তমান হিসাবরক্ষকের দৃষ্টিভঙ্গিকেও সমর্থন করেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ। ফাইল ছবি: রয়টার্স

অন্যান্য যেসব ব্যবসা প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে তাদের প্রসঙ্গে জোহরান মামদানি বলেন, আগে দেখতে হবে মিউনিসিপালটির কোন কোন বিভাগ সরাসরি ইসরায়েলি বন্ড কিনছে। সেগুলোর ওপর আগে জোর দেওয়া হবে।

জোহরান মামদানি মনে করেন, 'পেনশনের তহবিল দিয়ে ইসরায়েলি বন্ড কেনা হলে এটি আমাদের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আমরা জানি যে, আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'

ডেমোক্র্যেটিক পার্টির নেতা ও নিউইয়র্ক শহরের হিসাবরক্ষক ব্র্যাড ল্যান্ডার চান না ইসরায়েলি বন্ডে নতুন করে বিনিয়োগ হোক। ২০২২ সালে তিনি যখন এই পদে আসেন তখন মিউনিটিপালটির পেনশন তহবিলের ৩৯ মিলিয়ন ডলার ইসরায়েলি বন্ডে বিনিয়োগ হয়েছিল।

Comments

The Daily Star  | English
nepal parliament set on fire

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

1h ago