নেপালে জেন-জি বিক্ষোভ: স্বরাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করলেন কৃষিমন্ত্রীও

কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আগুন দেন বিক্ষোভকারীরা। ছবি: এএফপি

নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে আরও একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের সরে দাঁড়ানোর এক দিনের মাথায় এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী রামনাথ অধিকারী।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগে তীব্র চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জোট সরকার।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী তার পদত্যাগপত্র জমা দেন। নেপালি কংগ্রেসের এই আইনপ্রণেতা পদত্যাগপত্রে বলেন, 'নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রশ্ন করার অধিকারকে স্বীকৃতি না দিয়ে দমন, হত্যা ও বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে রাষ্ট্র। এটি দেশকে গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে।'

তিনি আরও বলেন, 'যে প্রজন্মের সঙ্গে হাত মিলিয়ে দেশ গড়ার কথা, তাদের বিরুদ্ধেই সরকার কেন এমন সহিংস আচরণ করল, তার উত্তর না পাওয়ায় আমি পদে থাকতে পারি না।'

এর আগে, গতকাল দেশজুড়ে ছড়িয়ে পড়া 'জেন-জি' বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর পর সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান রমেশ লেখক।

এদিকে, সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা। তিনি বলেন, 'নিরীহ তরুণদের বিনা কারণে হত্যা করা হয়েছে। এই দমনের নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।'

গগন থাপা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, 'নেপালি কংগ্রেস একদিনের জন্যও এই ঘটনার সাক্ষী বা অংশীদার হয়ে থাকতে পারে না।' তিনি জানান, জোট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের বৈঠকে তিনি জোরালো দাবি তুলবেন।

Comments

The Daily Star  | English

Is NEIR a surveillance tool?

At its core, NEIR is a national database that records the identity of mobile phones and links them to SIM (Subscriber Identity Module) cards.

11h ago