নেপালে ১৭ বছরে ১৩ সরকার

নেপালের পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: নরেন্দ্র শ্রেষ্ঠ/ইপিএ

সহিংস বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

আল জাজিরা বলছে, তরুণদের চলমান বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ বিক্ষোভকারী।

এর আগে, ২০০৬ সালের বিক্ষোভ দেশটির শেষ রাজাকে তার নির্বাহী ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করেছিল। সেসময় সহিংসতায় অন্তত ১৮ জন নিহত হন। দুই বছর পর নেপালের সংসদ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিক্ষোভ ২০০৬ সালের তুলনায় অনেক বেশি সহিংস। বছরের পর বছর ধরে অনেক নেপালি প্রজাতন্ত্রের প্রতি হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন যে, সরকার দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে।

গত মার্চে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কাঠমান্ডুতে একটি সমাবেশে নেপালের সাবেক রাজার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হন।

আল জাজিরা বলছে, অলি পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করবেন কি না তা স্পষ্ট নয়, কারণ তাদের মধ্যে অনেকেই সরকার ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ধরনের পদক্ষেপ নেপালে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যেখানে ২০০৮ সাল থেকে ১৩টি সরকার এসেছে।

Comments

The Daily Star  | English

Shibir-backed candidates Shadik, Farhad leading in top two Ducsu posts

Counting going on till 6:00am; turnout 78% in polls marked by festivities

4h ago