বিক্ষোভকারীদের আগুনে পুড়ে মারা গেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী

নেপালের বিক্ষোভকারীরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ কানালের বাড়িতে আগুন দেওয়ায় তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর সেখানে আটকে পড়ে নিহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় এ ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্র জানায়, আহত রাজ্যলক্ষ্মী চিত্রকরকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের ঘোষণার আগেই সকালে বিক্ষোভকারীরা ভক্তপুরের বালকোট এলাকায় তার ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন।
শুধু অলির বাড়িতে নয়, বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালান। এসময় কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে সেনারা ভৈসেপাতিতে হেলিকপ্টারে করে মন্ত্রীদের তাদের বাসভবন থেকে সরিয়ে নেন।
Comments