এবার ‘সাউথ পার্ক’-এ নেতানিয়াহুকে নিয়ে বিদ্রূপ

এ সপ্তাহে নতুন এক 'সম্মান' অর্জন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা ব্যঙ্গ-বিদ্রূপাত্মক অনুষ্ঠান সাউথ পার্কের নতুন পর্বে তাকে কার্টুন চরিত্রের আদলে উপস্থাপন করা হয়েছে।
আজ রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্ট।
দীর্ঘ দিন ধরে চলমান অ্যানিমেটেড শো সাউথ পার্কের ২৭তম সিজনের পঞ্চম পর্বে নেতানিয়াহুকে দেখা যায় সিরিজের কালজয়ী চরিত্র কাইলের মা শেইলা ব্রোফলভস্কির কাছ থেকে বকা খেয়ে চুপ হয়ে যেতে।
এই সিরিজের নির্মাতা ট্রে পার্কার ও ম্যাট স্টোন। চলতি সিরিজের সর্বশেষ পর্বের নাম 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট।' ওই পর্বেই নেতানিয়াহুকে দেখা গেছে।
তবে পর্বের বেশিরভাগ অংশ জুড়ে ছিল সাম্প্রতিক সময়ে বিখ্যাত কৌতুক অভিনেতা ও সঞ্চালক জিমি কিমেলের লেট নাইট শো বাতিল ও আবারও চালুর নাটকীয় ঘটনাগুলো নিয়ে।
সাউথ পার্কের প্রথাগত স্টাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির নিয়ন্ত্রক সংস্থা 'কেন্দ্রীয় যোগাযোগ কমিশন (এফসিসি)' প্রধান ব্রেনডান কারকে বিদ্রূপাত্মক ভাবে উপস্থাপন করা হয়।
যেভাবে প্রাসঙ্গিক হলেন নেতানিয়াহু
সাউথ পার্কের ওই পর্বে দেখা যায় শিশুদেরকে একটি অ্যাপের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে বাজি ধরতে দেখা যায়।
একটি 'বাজার পূর্বাভাষ অ্যাপের' মাধ্যমে তারা এটি করে।
এক পরিস্থিতিতে জানতে চাওয়া হয়, কাইলের মা কি গাজায় হামলা চালিয়ে একটি স্থানীয় হাসপাতাল ধ্বংস করবেন? কাইল তখন অপর প্রধান চরিত্র কার্টম্যানকে জিজ্ঞাসা করেন, 'কী কারণে আমার মা ফিলিস্তিনি হাসপাতাল ধ্বংস করতে পারেন?'

জবাবে কার্টম্যান বলে, 'কারণ তিনি একজন ইহুদি।'
কাইল এই বাজিকে 'ইহুদিবিদ্বেষী' বলে আখ্যা দেয় এবং জানায়, যুদ্ধ নিয়ে কারও বাজি ধরা উচিৎ নয়।
সে আরও জানায়, 'ইহুদি ও ফিলিস্তিনিরা ফুটবল দল নয় যে ওদের ওপর তুমি বাজি ধরবে।'
জবাবে কার্টম্যান বলে, 'গাজার নাম নিলেই ইহুদিরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারায়।'
এরপর কাইল খুঁজে বের করার চেষ্টা করে, কে ওই বাজি ধরার অ্যাপে তার মায়ের বিষয়ে প্রশ্ন যুক্ত করেছে। তখন ব্রেন্ডান কার ও এফসিসির বিষয়গুলো প্রাসঙ্গিকতা পায়।
কাইলের মা শেইলা ব্রোফলভস্কিও ওই প্রশ্নের জবাব খুঁজতে শুরু করেন।
তিনি প্রশ্ন তোলেন, 'আপনারা কি এটাই বলতে চাচ্ছেন যে এ বিষয়ের (গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন) সঙ্গে মার্কিন ইহুদিদের কোনো যোগসূত্র আছে? এটা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিদের লড়াই নয়; এটা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের (আগ্রাসন)! আর আপনারা যদি হলিউডের অভিনেতাদের বয়ান না শুনে বই পড়তেন, তাহলে এ দু'টি বিষয়ের পার্থক্য জানতে পারতেন।'
জবাব খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ইসরায়েলে উপস্থিত হন শেইলা। জেরুসালেমের একটি সরকারি ভবনের বাইরে ট্যাক্সি থেকে নামেন তিনি। এরপর একটি বৈঠক চলাকালীন সময়ে হুট করে নেতানিয়াহুর অফিসে পড়েন তিনি।
চিৎকার করে বলে ওঠেন, 'অবশেষে আপনাকে খুঁজে পেয়েছি, মি. নেতানিয়াহু।'
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন 'কার্টুন নেতানিয়াহু।'
নেতানিয়াহুকে সাউথ পার্কের জনপ্রিয় চরিত্র শেইলা বলেন, 'আপনি নিজেকে কি মনে করেন? হাজারো মানুষকে হত্যা করছেন, একের পর এক মহল্লা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন আর নিজেকে ইহুদি ধর্মের বর্মে আবৃত করে রেখেছেন যেন এই বর্ম আপনাকে সমালোচনার তীর থেকে সুরক্ষা দেয়। আপনি (এসব কাজের মাধ্যমে) সকল ইহুদিদের জীবনকে দুর্বিষহ করে তুলছেন এবং মার্কিন ইহুদিদের স্বাভাবিক জীবনযাপন করতে দিচ্ছেন না'।
তিনি আরও বলেন, 'আমাকে চোখ রাঙানোর চেষ্টা করবেন না, মি.! আপনি যা করছেন, তা জেনেই এবং বিশেষ উদ্দেশ্য নিয়েই করছেন।'
Wow!
The famous animated series South Park has decided to dedicate an episode to Netanyahu.
"Netanyahu. Who do you think you are? You kill thousands of people……You make life difficult for Jews and impossible for American Jews." pic.twitter.com/tO80fcPC41
— Suppressed News. (@SuppressedNws1) September 25, 2025
পুরোটা সময় কার্টুন চরিত্র নেতানিয়াহুকে মাথা হেট করে শেইলার কথাগুলো শুনতে দেখা যায়।
ওই পর্ব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি নেতানিয়াহু বা তার কোনো প্রতিনিধি।
গত জুলাই মাসে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স একটি পর্বে প্রেসিডেন্ট ট্রাম্পকে নেতিবাচক ভাবে উপস্থাপনের জন্য সাউথ পার্কের সমালোচনা করেন।
সাউথ পার্কে নেতানিয়াহুর উপস্থিতি ইন্টারনেটে সাড়া ফেলেছে। অনেকেই তুমুল সমালোচিত ও আন্তর্জাতিক অপরাধী আদালতে অভিযুক্ত এই নেতাকে 'একহাত' নেওয়ায় সাউথ পার্কের প্রশংসায় ভাসছেন।
জেরুসালেম পোস্টসহ ইসরায়েলি গণমাধ্যমে সাউথ পার্কের ওই পর্বকে 'মিথ্যাচার ও ভুল তথ্যসম্বলিত' বলে আখ্যায়িত করা হয়েছে।
Comments