আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস

হামাস আরও চার জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
রেডক্রস কফিনে করে মরদেহগুলো মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানায়।
এর আগে ইসরায়েল সতর্ক করে জানিয়েছিল, হামাস ২৮ জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা হবে।
ওই সতর্কবার্তার পর সোমবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ২০ জন জীবিত জিম্মির সঙ্গে চার জিম্মির মরদেহ ফেরত দেয়।
রেডক্রস এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ইসরায়েল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত দিয়েছে।
সোমবার হামাসের কাছ থেকে ফেরত পাওয়া প্রথম চার নিহত জিম্মির পরিচয় জানিয়েছে ইসরায়েল।
তারা হলেন— ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শারাবি (৫৩), গাই ইলুজ (২৬) ও নেপালের নাগরিক বিপিন জোশি (২৩)।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ পাওয়া চার জিম্মির মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে ৪৮ জন জিম্মিকে সোমবার দুপুরের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল।
জীবিত সব জিম্মিকে ফেরত দিয়েছে হামাস। তবে এখনো ২০ জিম্মির মরদেহ ফেরত দেওয়া নিয়ে হামাস ও ইসরায়েল সরকারের ওপর চাপ বাড়ছে।
হামাস যদি মরদেহগুলো ফেরত দিতে দেরি করে, তবে তা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে— ফিলিস্তিনিদের মধ্যে ক্রমেই এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
Comments