জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তাকাইচিকে এমপিরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। ছবি: এএফপি
প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তাকাইচিকে এমপিরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। ছবি: এএফপি

জাপানের পার্লামেন্টে নিম্ন কক্ষের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন দলের নেতা সানায়ে তাকাইচি।

চীনবিরোধী ও রক্ষণশীল সমাজবাদী নেতা হিসেবে পরিচিত তাকাইচি প্রথম নারী হিসেবে এই গুরুত্বপূর্ণ পদ পেলেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত পাঁচ বছরে তিনি জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন। পার্লামেন্টে একটি সংখ্যালঘু জোটের প্রধান হিসেবে তিনি এই পদ গ্রহণ করেছেন।

প্রথম রাউন্ড ভোটে অপ্রত্যাশিতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার পার্লামেন্টের চূড়ান্ত ভোটে বিজয়ী হলেন তাকাইচি।

যুক্তরাজ্যের 'লৌহমানবী' মার্গারেট থ্যাচারের ভক্ত তাকাইচি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

গত ৪ অক্টোবর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে নিয়োগ পান 'সাবেক হেভি মেটাল ড্রামার' তাকাইচি। গত কয়েক দশক ধরে দেশের ক্ষমতায় আছে দলটি।

তবে সাম্প্রতিক সময়ে এলডিপির জনপ্রিয়তা অনেক কমে গেছে।

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি :এএফপি
জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি :এএফপি

দলের নেতা হিসেবে মনোনয়ন পাওয়ার পর তাকাইচির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও এলডিপির তহবিল কেলেঙ্কারি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শরীক দল কোমেইতো পার্টি সরকারি জোট ছেড়ে যায়।

যার ফলে তাকাইচি বাধ্য হয়ে সংস্কারপন্থি ও ডানপন্থি জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) সঙ্গে নতুন জোট গঠন করেন।

সোমবার তাকাইচি জাপানের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকার করেছেন। জাপানকে তিনি ঢেলে সাজাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের জীবন স্বাচ্ছন্দ্যময় হয়।

তাকাইচি (৬৪) আরও জানান, তিনি নারীদের স্বাস্থ্য-সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবেন।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

1h ago