ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিলের উদ্যোগ

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ট্রাক চালাতে বাণিজ্যিক লাইসেন্স নিতে হয়। ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ট্রাক চালাতে বাণিজ্যিক লাইসেন্স নিতে হয়। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৭ হাজার অভিবাসী তাদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাতে যাচ্ছেন। ফলে তারা আর ট্যাক্সি ক্যাব বা বাস চালানোর মতো পেশায় থাকতে পারবেন না।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এই উদ্যোগের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, ওই চালকদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ কাগজের মেয়াদের তুলনায় তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বেশি ছিল। অর্থাৎ, লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই তাদের বসবাসের অনুমতির মেয়াদ ফুরিয়ে গেছে।

গত বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ট্রাম্পের কেন্দ্রীয় সরকার অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রবণতার কথা উল্লেখ করে ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যের কড়া সমালোচনা করে।

'ঘাতক' অভিবাসী চালক

গত আগস্টে বিষয়টি প্রথমবারের মতো মার্কিনিদের নজরে আসে। সে সময় ফ্লোরিডার এক অভিবাসী ট্রাক্টর-ট্রেইলার ড্রাইভার ইউ-টার্ন নিতে গেলে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সে সময় একটি দ্রুতগামী মিনিভ্যান এসে ট্রেইলারে ধাক্কা দেয়। সংঘর্ষে মিনিভ্যানের তিন আরোহী নিহত হন।

২০২৪ সালের ১২ আগস্ট ওই ঘটনা ঘটে।

ঘাতক চালক হরজিন্দর সিং ও দুর্ঘটনার ছবি। ফাইল ছবি: এএফপি
ঘাতক চালক হরজিন্দর সিং ও দুর্ঘটনার ছবি। ফাইল ছবি: এএফপি

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের বিবৃতিতে জানা যায়, ২০১৮ সাল থেকে ট্রাক্টরের চালক হরজিন্দর সিং (২৮) অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার আদিনিবাস ভারত।

অবাক হওয়ার বিষয় হলো, অবৈধ অভিবাসী হয়েও ক্যালিফোর্নিয়ায় বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল তার।

অঙ্গরাজ্যের নিজস্ব আইনের সুবিধা নিয়ে অনিবন্ধিত অভিবাসী হিসেবে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করেন হরজিন্দর। ২০১৫ সালে চালু হওয়া ওই আইনে নিজের পরিচয় ও স্থায়ী ঠিকানার প্রমাণসম্বলিত কাগজ জমা দিয়ে যে কেউ ড্রাইভিং লাইসেন্স (বাণিজ্যিকসহ) নিতে পারেন। এ ক্ষেত্রে অভিবাসনের বৈধতা প্রমাণের নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই।

পরিবহনমন্ত্রীর উদ্বেগ-উদ্যোগ

গত বুধবার কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী শন ডাফি দাবি করেন, ক্যালিফোর্নিয়া অভিবাসীদের লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়ে এটাই মেনে নেওয়া হয়েছে যে তারা এর আগে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি।

এর আগে, ডাফি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশের পর ড্রাইভারদের অভিবাসন পরিস্থিতির নিরিখে বাণিজ্যিক লাইসেন্স নিরীক্ষা করার প্রক্রিয়ায় শুরু হয়।

ডাফি বলেন, 'বেশ কয়েক সপ্তাহ ধরে (গভর্নর) গ্যাভিন নিউসম ও ক্যালিফোর্নিয়ার অন্যান্যরা দাবি করে এসেছেন যে, তাদের কোনো ভুল নেই। এবার তারা হাতেনাতে ধরা পড়েছেন। তাদের মিথ্যাগুলো সবার সামনে প্রকাশ পেয়েছে। প্রায় ১৭ হাজার ট্রাকচালককে অবৈধভাবে লাইসেন্স দেওয়া হয়েছিল। এটি এখন বাতিল করা হচ্ছে।'

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। ফাইল ছবি: এএফপি
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। ফাইল ছবি: এএফপি

'কিন্তু এটাই সবকিছু নয়। আমি ও আমার দপ্তর ক্যালিফোর্নিয়ার ওপর চাপ অব্যাহত রাখব, যাতে তারা সেমিট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিং হুইল কোনো অবৈধ অভিবাসীর হাতে না যায়।'

গ্যাভিন নিউসমের দপ্তর জানিয়েছে—যাদের লাইসেন্স বাতিল হচ্ছে তারা যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন।

শুরুতে লাইসেন্স বাতিলের সুনির্দিষ্ট কারণ জানাতে অস্বীকার করে গ্যাভিনের দপ্তর। তারা শুধু জানায়, 'ওরা অঙ্গরাজ্যের আইনভঙ্গ করেছে।'

পরবর্তীতে তারা জানান—অঙ্গরাজ্যের আইনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে বসবাস করার অনুমোদনের সময়সীমা ফুরিয়ে গেলে একইসঙ্গে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে বলে ধরে নেওয়া হবে।

বাণিজ্যিক লাইসেন্সের নতুন নিয়ম

গত সেপ্টেম্বরে বাণিজ্যিক লাইসেন্স পাওয়ার নতুন নিয়মের ঘোষণা দিয়েছেন পরিবহনমন্ত্রী ডাফি। নিয়মটি কার্যকর হলে অভিবাসীদের জন্য এ ধরনের লাইসেন্স পাওয়া খুব কঠিন হয়ে পড়বে।

নতুন আইন অনুযায়ী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই লাখ অভিবাসী চালকের (যারা এখনো মার্কিন নাগরিকত্ব পাননি) মধ্যে মাত্র ১০ হাজার জনের লাইসেন্স বৈধ থাকবে। শুধুমাত্র এইচ-টুএ, এইচ-টুবি ও ই-টু ভিসাধারীরা বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ট্যাক্সি বা স্কুলবাসচালক হিসেবে জীবিকা অর্জন করতে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স অত্যাবশ্যক।

নতুন আইনের আওতায় হরজিন্দর সিংয়ের মতো অভিবাসীরা বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাবেন। ফাইল ছবি: এএফপি
নতুন আইনের আওতায় হরজিন্দর সিংয়ের মতো অভিবাসীরা বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স হারাবেন। ফাইল ছবি: এএফপি

তবে ক্যালিফোর্নিয়ার ওই ১৭ হাজার চালক যখন লাইসেন্স পেয়েছিলেন, তখনো আইনটি চালু হয়নি। তা সত্ত্বেও অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাদেরকে '৬০ দিনের মধ্যে লাইসেন্স বাতিলের' নোটিশ পাঠানো হয়।

অনেকের অভিযোগ—ট্রাম্প প্রশাসন শুরু থেকেই অভিবাসী, অভিবাসনপ্রত্যাশী ও যুক্তরাষ্ট্রে জন্ম নেননি এমন মার্কিন নাগরিকদের অভিনব উপায়ে হয়রানি করছে। ক্যালিফোর্নিয়ার ১৭ হাজার অভিবাসীকেও সে পথে যেতে হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

Comments

The Daily Star  | English
‘King’s parties’ rounded up for polls

Towards hope, with the vote in sight

We step into the new year with hope and optimism as new beginnings are wont to be, the national election on the horizon is all the more reason to look ahead to 2026.

8h ago