ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র উপায় ‘দুই রাষ্ট্র সমাধান’: পোপ

লেবাননে পোপ লিও। ছবি: এএফপি
লেবাননে পোপ লিও। ছবি: এএফপি

পোপ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন চতুর্দশ লিও। প্রথম গন্তব্য তুরস্ক ছেড়ে গতকাল রোববার লেবাননে পৌঁছান পোপ।

গতকাল পোপ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘাত 'দুই রাষ্ট্র-সমাধান' ছাড়া নিরসনের সম্ভাবনা তেমন নেই।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইস্তাম্বুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে পূর্বসূরিদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ।

তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, 'ভ্যাটিকান দীর্ঘদিন ধরেই দুই-রাষ্ট্র সমাধানের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে এসেছে। আমরা সবাই জানি, ইসরায়েল এখনো এই সমাধান গ্রহণ করেনি। তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটাকেই আমরা একমাত্র গ্রহণঅযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করি।'

পোপ জানান, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও এ বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি এবং আঙ্কারা 'এই প্রস্তাবে শতভাগ সমর্থন জুগিয়েছে।'

পোপ লিও বলেন, 'এই উদ্যোগে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।'

২০১৫ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় ভ্যাটিকান।

মে মাসে নিয়োগ পাওয়ার পর পোপ গাজার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছেন।

রোববার তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভ্যাটিকান 'বন্ধুত্বপূর্ণ' সম্পর্ক বজায় রাখে। তারা এই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর হতে চেয়ে জেরুসালেমের কাছে প্রস্তাব পাঠিয়েছে বলেও উল্লেখ করেন পোপ।

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

11m ago