‘বৈশাখী’র আলু ভর্তায় মুগ্ধ মামদানি

নিউইয়র্কের বৈশাখী রেস্তোরাঁয় জোহরান মামদানি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বছরের প্রথম দিন শপথ নিয়েছেন পবিত্র কোরআন ছুঁয়ে। প্রথম ভাষণেই বলেছেন, নিউইয়র্ককে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে গড়ে তুলবেন। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন।

এমন অনেক নাটকীয়তার মধ্য দিয়েই নিউইয়র্কের মেয়র হিসেবে প্রথম দিনটি কাটিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। তবে দ্বিতীয় দিনটি তিনি পার করেছেন 'আলু ভর্তা' খেয়ে।

বাঙালির চিরচেনা ঘরোয়া রেসিপি 'আলু ভর্তা'য় মুগ্ধ মামদানি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মামদানি লিখেছেন, 'দ্বিতীয় দিনটি শেষ করার সেরা উপায়: বৈশাখীর চিকেন রোস্ট আর আলু ভর্তা খাওয়া।' 

এর আগে, গত বছরের অক্টোবরে নির্বাচনী প্রচারণার সময় এক সাক্ষাৎকারে প্রিয় খাবারের জায়গা হিসেব নিউইয়র্কের থারটি-সিক্সথ অ্যাভিনিউতে বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ বৈশাখীর নাম উল্লেখ করেছিলেন উদীয়মান এই নেতা।

উল্লেখ্য, জোহরান মামদানির বাবা বিখ্যাত অধ্যাপক মাহমুদ মামদানি ও মা চিত্রপরিচালক মীরা নায়ার দুজনই ভারতীয়। সেক্ষেত্রে বাঙালি খাবারের প্রতি তার অন্যরকম টান থাকতেই পারে।

Comments