আমার নাচ স্ত্রীর পছন্দ নয়, নকল করতেন মাদুরো: ট্রাম্প

ছবি: সংগৃহীত

রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে মঙ্গলবার দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন। 

বার্তা সংস্থা এএফপি জানায়, এ সময় তিনি মাদুরোর বিরুদ্ধে নানা অভিযোগ করেন এবং ব্যঙ্গ করে বলেন, মাদুরো তার নাচের ভঙ্গিও নকল করতেন।

ট্রাম্পের দিক থেকে এমন অভিযোগ এলো নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করে মাদুরোর নাচানাচি হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়ে। এতে তারা মনে করেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।

ওয়াশিংটনের কেনেডি আর্টস সেন্টারে আইনপ্রণেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'তিনি মঞ্চে উঠে আমার নাচ একটু নকল করার চেষ্টা করতেন।' উল্লেখ্য, নিজের মনোনীত বোর্ডের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির নাম সম্প্রতি বদলে রাখা হয়েছে 'ট্রাম্প–কেনেডি সেন্টার'।

'কিন্তু তিনি সহিংস লোক। লাখ লাখ মানুষকে হত্যা করেছেন। নির্যাতন চালিয়েছেন। কারাকাসে তাদের একটি নির্যাতনকক্ষ আছে, যেটা তারা এখন বন্ধ করে দিচ্ছেন,' বলেন ট্রাম্প।

তবে ওই কথিত নির্যাতনকক্ষ সম্পর্কে ট্রাম্প আর কোনো বিস্তারিত তথ্য দেননি। একই সঙ্গে মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কীভাবে 'চালাবে'—সে নিয়েও তার অস্পষ্ট পরিকল্পনার ব্যাখ্যা দেননি।

২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জড়ো হতে থাকলে বামপন্থী নেতা মাদুরো নিয়মিত মঞ্চে উঠে 'নো ওয়ার, ইয়েস পিস' স্লোগানের টেকনো রিমিক্স গানের সঙ্গে নাচতে দেখা যেত। ট্রাম্প নিজে অবশ্য তার সমাবেশগুলোতে 'ওয়াইএমসিএ' ডিস্কো গানে নাচেন।

শনিবার মাদুরো ও তার স্ত্রীকে আটক করা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করে সেটিকে 'চমৎকার' বললেও, ট্রাম্পের বক্তব্যের বড় অংশই ছিল গুরুত্বপূর্ণ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি ঘিরে।

৭৯ বছর বয়সী ট্রাম্প কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নির্ধারণকারী নভেম্বরের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে নিজের নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরতে গিয়ে আবারও তার নাচ ও অন্যান্য ভঙ্গির প্রসঙ্গে ফিরে যান।

ট্রাম্প জানান, স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার নাচ পছন্দ করেন না। 'সে আমার নাচ পছন্দ করে না।'

Comments

The Daily Star  | English