ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই জনসমক্ষে এমনটা বলে থাকেন যে তার বন্ধু ও সহকর্মীরা 'ফ্যাট ড্রাগ' ব্যবহার করেন। কিন্তু নিজে কখনো এই পরিচিত স্থূলতা প্রতিরোধকারী ওষুধ ব্যবহার করেছেন কি না, তা বলেননি।

গত বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি কখনো ওয়েগোভি বা ওজেমপিকের মতো জিএলপি-১ ওষুধ ব্যবহার করেননি। সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, 'না, আমি ব্যবহার করিনি। হয়তো ব্যবহার করা উচিত।'

প্রথম মেয়াদে ২০২০ সালে ট্রাম্পের ওজন ছিল ২৪৪ পাউন্ড। এই ওজন তার ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার তুলনায় বেশি ছিল। তখন তিনি স্থূল ছিলেন। ২০২৫ সালের এপ্রিলে তার ওজন নেমে আসে ২২৪ পাউন্ডে। 

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বডি মাস ইনডেক্স ক্যালকুলেটর অনুযায়ী এটিও 'অতিরিক্ত ওজন' ক্যাটাগরিতে পড়ে।

ট্রাম্প প্রশাসন জনপ্রিয় ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিয়েছে। নভেম্বর মাসে তারা একটি চুক্তির ঘোষণা দিয়েছে। এই চুক্তি অনুযায়ী কিছু ওষুধের মাসিক খরচ মাত্র ১৪৯ ডলারে নামতে পারে।

ওভাল অফিসে চুক্তির ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প তার সহকর্মীদের জিজ্ঞেস করেন, তারা এসব ওষুধ ব্যবহার করেছেন কি না।

প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে জিজ্ঞেস করেন, 'তুমি কি এই ওষুধগুলো খেয়েছো, হাওয়ার্ড?' মন্ত্রী উত্তর দেন, 'এখনো না।'

ঠিক আছে, তাহলে সিএমএস (সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস) অ্যাডমিনিস্ট্রেটর মেহমেত ওজ এটি ব্যবহার করেন না।

ট্রাম্প অন্য দিকে তাকিয়ে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াংকে খোঁজেন।

তিনি বলেন, 'আমাদের স্টিভ আছে।' 'স্টিভ কোথায়? ও কি এখানে আছে? হোয়াইট হাউসের পাবলিক রিলেশনস প্রধান। সে এটি ব্যবহার করছে।'

জানতে চাইলে স্টিভ চিয়াং অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেননি।

Comments

The Daily Star  | English