মসলা চা

মসলা চা। ছবি: সংগৃহীত

সারাদিন সময়টা অলসভাবে কেটেছে? নিজেকে চাঙা করে তুলুন চায়ের কাপে চুমুকে। মাটির পাত্রে মসলা চা, আর গরম সিঙ্গারার স্বাদ নিন।

উপকরণ 

২ কাপ পানি, ১ টুকরো দারুচিনি, এলাচ ২টি, লবঙ্গ ২টি, আদা কুচি আধা চা চামচ, চা পাতা দেড় চা চামচ, গুঁড়ো দুধ ২ চা চামচ, চিনি স্বাদমতো।

প্রণালি

১টি হাড়িতে মসলাসহ পানি জ্বাল দিন, কিছুক্ষণ পর চা পাতা দিয়ে আরও কিছু সময় চুলায় রাখুন। পানি কমে আসতে থাকলে দুধ-চিনি দিয়ে নেড়ে নামিয়ে ছেঁকে নিন।

Comments

The Daily Star  | English

Shibir leading in top two Ducsu posts

The results announced by the presiding officers of respective halls showed that Shadik won a total of 5,676 votes while his nearest candidate Abidul Islam Khan, from the JCD-backed panel, got 1,509

28m ago