পহেলা বৈশাখে মুক্তি পেল বরবাদ সিনেমার গান ‘মহামায়া’

মহামায়া
কণ্ঠশিল্পী নোবেল ও গীতিকার সোমেশ্বর অলি। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান অভিনীত ঈদের আলোচিত 'বরবাদ' সিনেমার মহামায়া গানটি পহেলা বৈশাখের দিন মুক্তি পেল।

গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, খায়রুল ওয়াসীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি গেয়েছেন নোবেল। গানটি মুক্তির আগে ইউটিউবে অডিও ভার্সন প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে এসেছিল।

গানটির গীতিকার সোমেশ্বর অলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় চেয়েছিলেন একটি বিরহের গান, যেখানে নায়ককে বিধ্বস্ত ও বিধ্বংসী আচরণ করতে দেখা যাবে। ব্যস, এটুকুই ছিল ব্রিফ। এরপর লিখতে শুরু করি। বেগ পেতে হয়নি। লেখার পর মনে হলো, এই কথাগুলো আমি আগেও বলতে চেয়েছি, কিন্তু এমন কিছু লেখার প্রস্তাব আসেনি বা এমনিতে লিখলেও সেটি উপস্থাপনের সুযোগ বা মাধ্যম ছিল না।'

এই ছবিতে সেটি ঘটতে যাচ্ছে, বিশেষ পাওনা মেগাস্টার শাকিব খান। এই গান গাওয়ার জন্য টিমের কাছে নোবেলই প্রথম পছন্দ ছিলেন। তিনি দুর্দান্ত গেয়েছেন। খায়রুল ওয়াসী নিজের সর্বোচ্চটা দিয়ে সুর করেছেন আর আমজাদ হোসেন রক ব্যালাড বা এ জাতীয় গানের সংগীতায়োজনে সিদ্ধহস্ত, আবারও প্রমাণ পাওয়া গেল। সবমিলিয়ে মহামায়া দারুণ টিমওয়ার্ক।'

বরবাদ সিনেমায় শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত। 'চাঁদমামা' আইটেম গানে অংশ নিয়েছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

 

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago