ফয়সাল আহমেদের নতুন বই ‘আমার নদী’

নদী-স্মৃতিনির্ভর সংকলন গ্রন্থ 'আমার নদী' নিয়ে সামনে আনলেন লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। এতে স্থান পেয়েছে ২৮ জন লেখকের লেখা।

ফয়সাল আহমেদ জানান, এটি মূলত তার সম্পাদিত পূর্ববর্তী সংকলন 'প্রিয় নদীর গল্প'-এর ধারাবাহিকতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রকর আল আখির সরকার। ১৯২ পৃষ্ঠার এ গ্রন্থটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা।

সংকলনে স্থান পেয়েছে অরূপ তালুকদার, অসীম বিভাকর, আহমদ বশীর, আব্দুল করিম কিম, আমীন আল রশীদ, আইরিন সুলতানা, ইমরান মাহফুজ, এস.এম. শফিকুল ইসলাম কানু, কাজল রশীদ শাহীন, কাজী আলিম-উজ-জামান, চৌধুরী সাইফুল আলম, জাকারিয়া মণ্ডল, টুটুল আহমেদ, মিজানুর রহমান আফরোজ, মাহমুদ হাফিজ, মামুন কবীর, মুনির হোসেন, মুহাম্মদ ফরিদ হাসান, রাকিবুল রকি, লুৎফর রহমান হিমেল, শমশের আলী, সঞ্জয় সরকার, শামস সাইদ, সাঈদ চৌধুরী, সিরাজুল ইসলাম মুনির, সিদ্দিকুর রহমান খান, সৌমিত্র দস্তিদার ও সুমন মজুমদারের লেখা।

ফয়সাল আহমেদ বলেন, 'নদী মানেই শুধু ভৌগোলিক বাস্তবতা নয়, এটি আমাদের ব্যক্তিগত স্মৃতি, সংস্কৃতি ও জীবনের অংশ। "আমার নদী" বইটি সেই আবেগ ও অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। ইতিপূর্বে 'প্রিয় নদীর গল্প' নামে নদী বিষয়ক স্মৃতিকথার সংকলন করেছিলাম, তারই ধারাবাহিকতায় 'আমার নদী' প্রকাশিত হয়েছে।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা তেরোটি। তিনি ২০১৯ সালে "সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি" গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেন এবং ২০২৩ সালে "বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী" গ্রন্থের জন্য কলকাতার মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী অ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক পান।

উল্লেখ্য 'রিভার বাংলা'র (এপ্রিল-জুন ২০২৫) নতুন সংখ্যা এসেছে গত সপ্তাহে। এতেও নদী বিষয়ক প্রবন্ধ, নিবন্ধ, ফিচার ও কবিতা রয়েছে। যা নদী ও পরিবেশক গবেষকদের প্রিয় পত্রিকা। 

Comments

The Daily Star  | English

Tarique Rahman holding meeting with top business leaders

BNP acting chairman holding evening talks with leading industrialists, exporters and trade body heads

Now