জাপানে তাইফুন ‘নানমাদোল’র আঘাতে নিহত ২

তাইফুন
জাপানের কাগোশিমা দ্বীপে ‘নানমাদোল’ তাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

জাপানের কয়েকটি দ্বীপে আজ সোমবার শক্তিশালী তাইফুন 'নানমাদোল'র প্রভাবে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৯ জন।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তাইফুনটি ঘণ্টায় ১০৮ কিলোমিটার বেগে কাগোশিমা ও এর আশেপাশের দ্বীপে আঘাত হানে।

জাপানের আবহাওয়া বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, ঝড়ের প্রভাবে কয়েকটি এলাকায় রেকর্ড ৪০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কয়েকটি দ্বীপে যান চলাচল বিঘ্নিত হওয়ায় কারখানা বন্ধ রাখতে হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে।

এনএইচকের ভিডিওচিত্রে দেখা গেছে, গতকাল মধ্যরাতে কাগোশিমা দ্বীপে তাইফুন 'নানমাদোল' আঘাতের পর তা কিউশু দ্বীপে তাণ্ডব চালায়।

কিউশু দ্বীপে নদীর পানি রাস্তা ও ফসলি জমি প্লাবিত করেছে।

অন্য এক ভিডিওতে দেখা যায়, কিউশু দ্বীপে নদীর তীরবর্তী অনেক বাড়িঘর ঝড়ো বাতাস ও বন্যার পানিতে বিধ্বস্ত হয়েছে।

বন্যার পানিতে গাড়ি ডুবে যাওয়ায় গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে উল্লেখ করে এনএইচকের প্রতিবেদনে বলা হয়, তাইফুনের প্রভাবে অন্তত ৬৯ জন আহত হয়েছেন।

কিউশু দ্বীপে ৩ লাখ ৪০ হাজার বাড়িতে আজ সকাল থেকে বিদ্যুৎ নেই। সেখানে রেল ও উড়োজাহাজ চলাচল বন্ধ আছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago