তাজিকিস্তান-চীন সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্প

তাজিকিস্তানের মানচিত্র। ছবি: এএফপি
তাজিকিস্তানের মানচিত্র। ছবি: এএফপি

তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের মাত্র আড়াই সপ্তাহ যাওয়ার পর এবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব এশিয়ার দেশ তাজিকিস্তানে। চীনের সীমান্তের কাছাকাছি জায়গায় বৃহস্পতিবার সকালে (বাংলাদেশ সময় ৬ টা বেজে ৩৭ মিনিটে) মাটির ১০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল নিকটবর্তী চীনা সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। চীনের পশ্চিম জিনজিয়াং প্রদেশের কাশগার ও আরতুক্স সহ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

তবে এ অঞ্চলে জনবসতি নেই বললেই চলে। এটি পামির পর্বতমালা দিয়ে বেষ্টিত এবং এখানে রয়েছে পর্যটক বান্ধব লেক সারেজ।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে, কাশগারে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রয়েছে।

তবে জিনজিয়াং রেল বিভাগ আকসু থেকে কাশগার পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রেখেছে।

স্থানীয় কর্তৃপক্ষ সেতু, সুরঙ্গ ও সিগনাল যন্ত্রপাতি নিরীক্ষা করছে।

এর আগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮।

ইউএসজিএসের পূর্বাভাষ মতে, ভূমিকম্প থেকে ভূমিধ্বসের সূত্রপাত হলেও এটি কোনো জনবসতিকে প্রভাবিত করবে না। ফলে হতাহতের আশংকা নেই বললেই চলে।

ভূমিকম্প আঘাত হানার ২০ মিনিট পর ৫ ও ৪ দশমিক ৬ মাত্রার আরও ২টি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।

লেক সারেজের পেছনে পামির পর্বতের গভীরে একটি প্রাকৃতিক বাঁধ রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো কারণে এই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে বড় আকারের দুর্যোগ দেখা দিতে পারে।

 

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

7h ago