পালিয়ে যাওয়ার ১ মাসের বেশি সময় পর শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া

গোতাবায়া রাজাপাকসে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

সরকারবিরোধী বিক্ষোভের মুখে গত জুলাই মাসে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরছেন। আজ শুক্রবারই তিনি দ্বীপরাষ্ট্রটিতে ফিরবেন বলে দ্য স্ট্রেইট টাইমসকে নিশ্চিত করেছেন সে দেশের তথ্য বিভাগের এক মুখপাত্র।

অন্যান্য সূত্র জানায়, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

তবে গোতাবায়ার স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে স্ট্রেইট টাইমসকে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করেছেন সরকারের সেই মুখপাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, গোতাবায়া কলম্বোয় সরকারের দেওয়া একটি বাড়িতে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভকারীরা গত জুলাই মাসে ৭৩ বছর বয়সী গোতাবায়ার সরকারি বাসভবনে হামলা করলে তিনি স্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান।

সিঙ্গাপুরে পৌঁছে গত ১৪ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। পরে আগস্টে সেখান থেকে তিনি থাইল্যান্ডে চলে যান। দুটি দেশই গোতাবায়াকে ব্যক্তিগতভাবে থাকার জন্য স্বল্পমেয়াদী ভিসা দেয়। তবে তিনি আশ্রয় চাননি এবং তাকে তা মঞ্জুরও করা হয়নি।

গোতাবায়ার বিদেশে অবস্থানকালেই শ্রীলঙ্কার পার্লামেন্ট তৎকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং ৬ বারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago