দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী ও ঘোড়াঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী নামক স্থানে আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা এস,আর পরিবহনের সঙ্গে অপরদিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এস,আর পরিবহনের চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

নিহত চালক আব্দুল হামিক (৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। অপরজন আশিক আলী (২৩) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়ার ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় ওই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে ২টি মরদেহ উদ্ধার করেছে।

অপর দিকে একই সড়কে ঘোড়াঘাট উপজেলার নিতাইশা মোড়ে আজ ভোরে ট্রাক চাপায় পুলিশ সদস্য ওমর ফারুক নিহত হয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, থানা পুলিশের সদস্যরা রাত্রীকালিন দায়িত্ব পালনের সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি মালবোঝাই ট্রাক পুলিশ কনস্টেবল ওমর ফারুককে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

3h ago