ঢাবিতে সাবেক শিক্ষকের গাড়িচাপায় ১ নারী গুরুতর আহত

চাপা দেওয়ার পর ওই নারীকে কয়েকশ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষকের প্রাইভেটকারের চাপায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপা দেওয়ার পর ওই নারীকে কয়েকশ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি।

এ ঘটনার পর প্রাইভেটকারটি নিউমার্কেটের দিকে পালিয়ে যেতে চাইলে শিক্ষার্থীরা সেটিকে আটক করে চালককে মারধর করেন।

বর্তমানে ওই নারী ও চালক দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, প্রাইভেটকারের ওই চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে এসে তার পরিচয় নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই শিক্ষক চাকরিচ্যুত। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।'

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'গুরুতর আহত ওই নারীসহ প্রাইভেটকার চালক ঢামেকে ভর্তি। তাদের চিকিৎসা চলছে।'

Comments

The Daily Star  | English

50% women don’t know where to report abuse

Over half of Bangladeshi women do not know where to report incidents of violence, according to a 2024 survey by the Bangladesh Bureau of Statistics (BBS) and the United Nations Population Fund (UNFPA) on violence against women.

7h ago