ডাকসু নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন ডাকসু নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এতে বলা হয়, ডাকসু বিধি অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এ নিয়োগ দেন। সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান রিটার্নিং কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য মোট ৯ জন অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের মধ্যে আছেন—মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রাব্বানী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

এছাড়াও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমিন কবির।

এতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে পরামর্শ করে নির্বাচন পরিচালনার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন ও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেবেন।

এবারের নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহযোগিতা বৃদ্ধিতে রিটার্নিং কর্মকর্তার সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

53m ago