ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে তরিকুল ইসলাম নামে এক সাংবাদিক মারা গেছেন।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে সংবাদ সংগ্রহ করছিলেন তিনি।
এসময় অচেতন হয়ে পড়লে তরিকুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
তরিকুল চ্যানেল এসের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
Comments