কালিয়াকৈরে ট্রাকচাপায় নিরাপত্তা কর্মী নিহত, ট্রাকে আগুন, মহাসড়ক অবরোধ

বিক্ষুব্ধ শ্রমিকরা দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তা কর্মী ট্রাকচাপায় নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এসময় তারা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করেন।

আজ রোববার সকাল ৭ টা ৫০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। ফ্যাক্টরি ম্যানেজার গোলাম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত নিরাপত্তা কর্মী আজাদুল হক (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমগাঁও গ্রামের মৃত আরব আলীর ছেলে। তিনি ওই মহাসড়কে শ্রমিক পারাপারের দায়িত্ব পালন করছিলেন। 

মাহমুদ জিন্স পোশাক কারখানার সিকিউরিটি ইনচার্জ আবু তাহের ফারুকী জানান, সকালে শ্রমিক পারাপারের দায়িত্ব পালন করছিলেন আজাদুল। এসময় একত্রিত হয়ে শ্রমিকেরা মহাসড়ক পার হচ্ছিলেন। সিগন্যাল দিয়ে যানবাহন থামাতে বললে কয়েকটি যানবাহন থেমে গেলেও ওই ট্রাক সিগনাল না মনে আজাদুলের উপর দিয়ে চলে যায়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই আজাদুল হক নিহত হন। চালক ট্রাক রেখে পালিয়ে গেলে শ্রমিকেরা ওই ট্রাকে আগুন ঘরিয়ে দেন। এ সময় পাশের নূর গ্রুপের শ্রমিকেরা মাহমুদ জিন্স পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মিলে প্রায় ১০ হাজার শ্রমিক তাদের সহকর্মীর মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নেন। বিক্ষুব্দ শ্রমিকেরা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাইজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, যানবাহনে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্দ শ্রমিকেরা তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং ধাওয়া করে ফিরিয়ে দেন।

Comments

The Daily Star  | English
Jewellers cut gold prices by Tk 1,166 a bhori today

5 reasons why gold keeps getting costlier

Spot gold remained steady at $4,037.95 (Tk 491,000) today

1h ago