বগুড়ায় প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাজাহানপুর উপজেলার বীরগ্রামের বাসিন্দা মোছা. দোলনা বেগম এবং তার ৫ বছরের মেয়ে আয়েশা মনি।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহত মা-মায়ের বাড়ি ওই সড়কের পাশেই। বিকেলে রাস্তা পার হয়ে বাড়ি যাওয়ার সময় নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার দোলনা ও তার মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।'

ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি আটক করা গেলেও করে চালক বা যাত্রী কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, প্রাইভেটকার চালককে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

NBR officials call off shutdown after govt warning

Officials of the National Board of Revenue have withdrawn their shutdown, following a stern government warning and mounting pressure from the country’s top business leaders.

1h ago