ফরিদপুরে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে নিহত ৭

ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৭ জন নিহত হয়। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

নিহতদের মধ্যে ২ শিশু, ৩ নারী ও ২ পুরুষ রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী ডেইলি স্টারকে জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান ডেইলি স্টারকে বলেন, 'অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। ভেতরে ৭ জন আরোহী ছিলেন। তারা সবাই মারা গেছেন। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।'

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Taka weakens against US dollar again

The inter-bank exchange rate hit Tk 122.78 per US dollar today

1h ago