নোয়াখালীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

নিহত মোহাম্মদ কবির উদ্দীন (৫০) উপজেলার রসুলপুর ইউনিয়নের ছমিরমুন্সি গ্রামের মো. হোসেনের ছেলে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমুহনীগামী ট্রাকটি সেনবাগগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী কবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত ২ যাত্রীকে মাইজদীর হলি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে।

ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, 'লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ট্রাকটি আটকের চেষ্টাও চালিয়ে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

30m ago