এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়েমুচরে গেল প্রাইভেটকার

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় থেমে থাকা একটি প্রাইভেটকার দুমড়েমুচরে গেছে। এ দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এ দুর্ঘটনায় মিলন (৫০) নামে একজন নিহত এবং মাহফুজ (৩৫) নামে একজন আহত হয়েছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, প্রাইভেটকারটি ফার্মগেটের দিকে যাচ্ছিল। এ সময় গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেলে সেটি থেমে যায়। থেমে যাওয়া গাড়িটিতে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী 'ভিআইপি ২৭' পরিবহনের একটি বাস। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির মুখোমুখি চলে আসে। এ সময় উভয় গাড়ির সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচরে যায়।

তিনি আরও জানান, আশপাশের লোকজন গুরুতর আহত মিলনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আহত মাহফুজ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাস জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক পলাতক।

 

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

56m ago