শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ১২ তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

নিহত জিল্লুর রহমান (৭০) গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শয্যা না পাওয়ায় হাসপাতালের ১২ তলার বারান্দায় থাকতেন তিনি।

রোগীর মেয়ের জামাই তানিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বৃহস্পতিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান। আমরা তাকে এই হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক বলেছেন, তিনি স্ট্রোক করেছেন। গতকাল রাতে হাসপাতালের দেয়ালের ফাঁকা স্থান দিয়ে তিনি ১২ তলা থেকে ১০ তলায় পড়ে যান। পরে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।' 

এ বিষয়ে আজ শনিবার বিকেলে গাজীপুর মেট্রো থানার এসআই ইব্রাহীম আকন্দ ডেইলি স্টারকে বলেন, 'গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই রোগী ১২ তলা থেকে মাথা ঘুরিয়ে ১০ তলায় পড়ে গেছেন।' 

কীভাবে পড়ে গেলেন, জানতে চাইলে তিনি বলেন, 'এই ভবনের অবকাঠামোগত সমস্যা রয়েছে। কেউ ঘটনাস্থলে না গেলে বুঝানো যাবে না।' 

এসআই বলেন, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালেই রেখে এসেছি।' 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান ডেইলি স্টারকে বলেন, 'আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে কী হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago