এখনো খোঁজ মেলেনি দুধকুমার নদে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর

সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ছবি: দিলীপ রায়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা মাদরাসা শিক্ষার্থী সাজিম ইসলামের (১৩) এখনো খোঁজ মেলেনি।

এর আগে গতকাল রোববার দুপুরে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাজিম।

নিখোঁজ সাজিম ইসলাম নাগেশ্বরী উপজেলার জাহাঙ্গীর আলম মতির ছেলে। সে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিখোঁজ শিশুটিকে এখনো উদ্ধার যায়নি। উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, 'আজ সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে।'

সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি বলেন, 'সাজিমের সঙ্গে গোসল করতে আসা বন্ধুদের একজন ফোন করে নিখোঁজের বিষয়টি জানায়। আমার ছেলে সাতার জানত। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা করছেন।'

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সাজিমসহ চার বন্ধু দুধকুমার নদে গোসল করতে নামে। তারা নদে সাতার কাটছিল। পরে তিন বন্ধ নদের তীরে এলেও সাজিম পানির স্রোতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে আশপাশের মানুষ সাজিমকে খুঁজতে শুরু করেন। বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়েও সাজিমের খোঁজ পায়নি। সোমবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছে ডুবুরি দল।

Comments

The Daily Star  | English

Four injured as bus overturns inside Karnaphuli Tunnel

Tunnel sustains no damage; traffic restored after the accident

6m ago