ভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
কুড়িগ্রামে সমর্থক ভোটারের জাল সই জমা দেওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার মনোনয়নপত্র যাচাই শেষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। প্রাথমিক তদন্তেই সমর্থক ভোটারদের সইয়ের ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। এ কারণে আব্দুল খালেকের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর আব্দুল খালেকসহ ৯ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আব্দুল খালেক তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ সমর্থনের যে স্বাক্ষরপত্র জমা দেন দৈবচয়ন পদ্ধতিতে তা যাচাই করে দেখা যায়, যাচাইয়ের জন্য বাছাই করা প্রতি ১০ জন ভোটারের মধ্যে অন্তত ৩ জনের সই জাল।
এ অনিয়মকে গুরুতর অসঙ্গতি হিসেবে বিবেচনা করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে আব্দুল খালেকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।


Comments