সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন লেগে ৮ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি শিপইয়ার্ডে আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন।
সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।
শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ২ জনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং ৫ জনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, 'পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত।'
যোগাযোগ করা হলে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
সীতাকুণ্ড শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আহত শ্রমিকরা বর্তমানে দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইয়ার্ড কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে।
শ্রমিক অধিকারকর্মী ফজলুল কবির মিন্টু ডেইলি স্টারকে বলেন, 'যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানাই।'
Comments