গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
তারা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মোতালেব পাইক (৭৫), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) ও তাদের মেয়ে রুমা খানম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুর রহমান শেখ (৪৮)।
দুর্ঘটনায় রুমা ও রেজাউল ইসলামের মেয়ে নুসরাত (১০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাঞ্জাপুর এলাকার বাসিন্দা রাজু শেখের ছেলে জামাল শেখ (৪৭) আহত হয়েছেন। রেজাউলের বাড়ি উত্তর রমজানপুর এলাকায়।
আজ শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
'আহত দুজন বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করা হয়েছে,' বলেন রাসেল।
Comments