রূপনগরে আগুন: এখনো ধোঁয়া বের হচ্ছে পুড়ে যাওয়া রাসায়নিকের গুদাম থেকে

রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যুর একদিন পরও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। পুড়ে যাওয়া গুদাম থেকে বিষাক্ত ধোঁয়ায় পাশের পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
দ্য ডেইলি স্টার আজ সকাল ১১টায় সরেজমিনে দেখতে পায়, রাসায়নিক গুদামের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
কে-টেক্স ইন্ডাস্ট্রিজের কর্মী ২৫ বছর বয়সী বৃষ্টি আক্তার বলেন, 'সকাল ৮টায় কারখানায় এসেছি। তারপর সকাল ১০টা পর্যন্ত কাজ করি। পাশের কারখানা থেকে বাতাসের মাধ্যমে বিষাক্ত পদার্থ আসতে থাকায় মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেয়।'
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতে, রাসায়নিক গুদামে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তাদের ধারণা, বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের কারণে তারা মারা গেছেন।
আগুনে আরও বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, প্রচণ্ড ধোঁয়া ও রাসায়নিকের উপস্থিতির কারণে উদ্ধারকারীরা ভবনে প্রবেশ করতে ও ভেতরে অভিযান চালাতে হিমশিম খাচ্ছে।
বুয়েট থেকে একটি দল আজ সকালে ঘটনাস্থলে গেলেও দুপুর ১২টা পর্যন্ত তারা ঘটনাস্থলে প্রবেশ করতে পারেননি।
Comments