মেঘনায় নোঙর করা ট্রলারডুবি, ২ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে নোঙর করা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় তাদের মরদেহের সন্ধান মেলে।

নিহতরা হলেন- বরিশাল বন্দরের আলী সরদারের ছেলে রনি সরদার (২০) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে মো. শুভ (৩৫)।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে সিমেন্টবোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেলে নিখোঁজ হন ওই দুজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশের যৌথ চেষ্টায় একদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিদর্শক মাহবুবুর আরও বলেন, 'ট্রলারটিতে এতে তিনজন শ্রমিক ছিলেন। প্রায় দুই হাজার ব্যাগ সিমেন্ট লোড করার পর এটি নদীতীর থেকে কিছু দূরে নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোররাতে তারা ঘুমিয়ে থাকাকালে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে পেরেছিলেন।'

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

12h ago