যুবদলকর্মী শাওন নিহত

নারায়ণগঞ্জ আদালতে বিএনপির মামলার আবেদন খারিজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে শোভাযাত্রা শুরুর আগে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায় ডিবির এসআই মাহফুজুর রহমান কনককে। ছবি: প্রথম আলো

পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদলকর্মী শাওন রাজা নিহতের ঘটনায় বিএনপির মামলার আবেদন খারিজ করে দিয়েছেন নারায়ণগঞ্জের এক আদালত।

আজ রোববার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালত এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে জেলা পুলিশ সুপার, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা ডিবির এস আই মাহফুজুর রহমান কনকসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে বিবাদী করা হয়েছিল।

বাদী পক্ষের আইনজীবী বলেন, 'বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাদী হয়ে এই মামলার আবেদন করেছিলেন। আদালত ২০৩ ধারায় মামলাটি খারিজ করে দিয়েছেন।'

জেলা আদালতের পিপি মনিরুজ্জামান বুলবুল বলেন, 'এটা ম্যাজিস্ট্রেট কোর্টের বিষয়। মামলার বিষয়টি আদালতের পুলিশ পরিদর্শক বলতে পারবেন।'

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

এর আগে, সকালে মামলার আবেদন শেষে গণমাধ্যমকে রুহুল কবির রিজভী বলেন, 'সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। নারায়ণগঞ্জে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে গুলি করে শাওনকে হত্যা করেছে। সে আমাদের যুবদলের একজন সক্রিয় কর্মী। গণমাধ্যমে ছবি বেরিয়েছে ডিবির এসআই মাহফুজুর রহমান কনক চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেছেন। সেই গুলিতেই শাওন নিহত হয়েছে।'

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

53m ago