জমি নিয়ে বিরোধ, কৃষকের ৩০০ কলাগাছ কেটে ফেললেন প্রতিবেশী

ছবি: সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর মনোহরদীতে রফিকুল ইসলাম নামের এক কৃষকের প্রায় ৩০০ কলাগাছ কেটে ফেলেছেন প্রতিবেশী পরিবারের সদস্যরা।

গতকাল রোববার সকাল ১০টার দিকে মনোহরদী পৌরসভার চন্দনবাড়ী এলাকায় কলাগাছগুলো কেটে ফেলা হয়।

এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামের স্ত্রী সাহিনা বেগম।  

লিখিত অভিযোগে বলা হয়েছে, বাড়ির পাশের ১ বিঘা জমিতে ৩০০ কলাগাছ রোপণ করেছিলেন রফিকুল ইসলাম। ১ মাস পরই ওই বাগান থেকে কলা বাজারজাত করার কথা ছিল। দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইব্রাহিম মিয়ার সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছে। এর জের ধরে আজ সকাল ১০টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে কলাগাছগুলো কেটে ফেলেন ইব্রাহিম মিয়ার নেতৃত্বে আরও কয়েকজন। এ সময় বাধা দিতে গেলে রফিকুলের স্ত্রী সাহিনা বেগমকে দা দিয়ে ধাওয়া দেন তারা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, 'আমার কলাগাছগুলো কী দোষ করল? আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইব্রাহিমসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'  

এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহিমের স্ত্রী বুলি বেগম কলাগাছ কাটার কথা স্বীকার করে বলেন, 'রফিকুল ইসলামের কাছে ওয়ারিশ সূত্রে আমরা জমি পাই। তিনি আমাদেরকে জমি বুঝিয়ে দিচ্ছেন না। সেই ক্ষোভ থেকে গাছ কেটে দিয়েছি।'

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, 'বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনা জানতে পেয়ে দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English
government action on illegal political gatherings

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

35m ago