মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলার অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এজমুল ইসলাম (২২) নামের এক তরুণের বিরুদ্ধে।

হামলায় আহত বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ বুধবার বিকেলে তিনি তার বড় ভাইয়ের মাধ্যমে কিশোরগঞ্জ থানায় এজমুল ইসলাম ও তার বাবাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের একটি স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন একই এলাকার এজমুল ইসলাম। গতকাল মঙ্গলবার মেয়েটি স্কুলে যাওয়ার পথে এজমুল তাকে আবারও উত্ত্যক্ত করেন।

মেয়ের মুখে এ কথা শুনে তার বাবা ছেলেটির বাবাকে নালিশ দেন। খবর পেয়ে এজমুল তার সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটির বাবাকে বেধড়ক পেটাতে শুরু করেন। তার ঘুষিতে মেয়েটির বাবার ২টি দাঁতও ভেঙ্গে যায়।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, 'দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

47m ago