মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা

স্ক্রিনশট

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের পর রাতে বিএনপির আনন্দ মিছিল থেকে একদল লোক বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

এ সময় হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাব, জানালার কাচ ও ছবি ভাঙচুর করে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর গতকাল রাতে মিঠামইন উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার পথে ২০-৩০ জনের একটি দল মিছিল থেকে বের হয়ে হঠাৎ আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায়। তারা মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আলমারিসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলায় বসতঘরের কিছু আসবাব, দরজা-জানালা ও কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলার জন্য মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago