বুড়িগঙ্গায় আরও এক যুবকের মরদেহ

বুড়িগঙ্গা নদী। স্টার ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পাগলা ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আলী।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স অনুর্ধ্ব ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে জিন্স ও সাদা ফতুয়া ছিল। পায়ে মোজা ছিল।

শাহজাহান আলী বলেন, 'অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানান তিনি।

এর আগে গত ৯ নভেম্বর বুড়িগঙ্গায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ যমুনা অয়েল ডিপোর পেছনে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। তার নাম-পরিচয়ও জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Jamaat may leave up to 100 seats for allies: Porwar

Party finalised candidates for 300 constituencies but ready to compromise for unity, he says

41m ago