স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরের কেশবপুর উপজেলায় স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীর মা গতকাল শুক্রবার রাতে আসামিদের নাম উল্লেখ করে কেশবপুর থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় বলা হয়, আসামিরা গত ২৩ ডিসেম্বর রাতে ওই শিক্ষার্থীকে মঙ্গলকোট বাজার থেকে অপহরণ করে সন্যাসগাছা ভদ্রা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ওই সময় শিক্ষার্থীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষার্থীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Cops charge batons, fire tear shells to disperse protesting HSC examinees

A chase and counter chase were going on as of filing the report around 4:15pm

1h ago