হাতিরঝিলে বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শারমিন শবনম অনলাইন নিউজ পোর্টাল 'দ্য রিপোর্ট'-এর অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, 'মরদেহ উদ্ধারের সময় বাসায় কাউকে পাওয়া যায়নি।'

ঘটনার পর থেকে সাংবাদিকের স্বামী পলাতক রয়েছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago