বাবুগঞ্জে একই বাড়ি থেকে শতবর্ষীসহ ২ নারীর মরদেহ উদ্ধার

বরিশাল
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া গ্রামে একই বাড়ি থেকে ১ জন শতবর্ষীসহ ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, এই ২ নারী পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। তারা হলেন- রিপা আক্তার (২৩) ও তার দাদি শাশুড়ি লালমোহন নেসা (১১০)।

লালমোহন নেসার নাতি সাইফুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে বাড়িতে চোর ঢোকার খবর পান তারা। তখন তারা বাবুগঞ্জে অবস্থান করছিলেন। এ অবস্থায় মোটরসাইকেলে করে দ্রুত এলাকায় পৌঁছে বাড়ির দরজা বন্ধ দেখতে পান তারা।

তখন আশপাশের লোকজন ডেকে জানালা ভেঙে ঘরে ঢুকে তারা রিপা আক্তার, তার শাশুড়ি মিনারা বেগম (৫৫) ও দাদি শাশুড়ি লালমোহন নেসাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপা আক্তার ও লালমোহন নেসাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদেকা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রিপা আক্তার ও লালমোহন নেসার মৃত্যু হয়। মিনারা বেগমের চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক ।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, 'এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। আমরা তদন্ত করছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।'

Comments

The Daily Star  | English

Shielding personal data: Govt brings big tech under local courts’ purview

The Advisory Council yesterday approved the Personal Data Protection Ordinance, 2025, making social media platforms and foreign and local tech companies answerable to the courts of Bangladesh regarding the handling of restricted personal data and confidential personal data of Bangladeshi citizens.

8h ago