সুন্দরবনে হরিণের মাংস ও ১৯ রাউন্ড গুলিসহ আটক ১

জব্দকৃত হরিণের মাংস, হরিণ ধরার ফাঁদ ও গুলিসহ আটক হিরা আকন। ছবি: সংগৃহীত

সুন্দরবনের ভেতর থেকে ১৯ রাউন্ড গুলি ও ২০ কেজি হরিণের মাংসসহ ১ জনকে আটক করেছে বন বিভাগ। 

আটকের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে খুলনার কয়রায় বন আদালতে হস্তান্তর করা হয়েছে। 

আটক মো. হিরা আকন (২৫) বরগুনা জেলার তালতলি থানার ছকিনা গ্রামের বাসিন্দা। 

সুন্দরবনের খুলনা রেঞ্জের নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার বিকেলে নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের (হিরনপয়েন্ট) আওতাধীন পুটনীর চর থেকে হিরাকে আটক করা হয় বলে জানান তিনি।

জহিরুল ইসলাম বলেন, 'বুধবার বিকেলে ওই এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বনের ভেতরে হরিণ ধরার ফাঁদ দেখতে পাই এবং কয়েকজনের আনাগোনা লক্ষ্য করি। তাদের কাছে গেলে তারা বন্দুক ও রামদা দিয়ে আমাদের আক্রমণের চেষ্টা করে। আমরা পাল্টা ধাওয়া দিলে তারা বনের ভেতরে পালিয়ে যায়।'

পরে ট্রলারে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্পিডবোট নিয়ে ধাওয়া করে একজনকে আটক করা হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'আটকের পর ওই ট্রলারে তল্লাশি করে ২০ কেজি হরিণের মাংস, ১০০টি হরিণ ধরার ফাঁদ, একটি হরিণের চামড়া ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।'

এই কর্মকর্তা বলেন, 'আটক হিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা সুন্দরবনে হরিণ শিকার করে। এছাড়া বিভিন্ন সময়ে বনের জেলেদের মারধর করে মাছ ও কাঁকড়া লুট করে।'

বন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা জহিরুল।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago