চট্টগ্রাম

এয়ার অ্যারাবিয়ার সিটের নিচে পড়েছিল ১২ স্বর্ণের বার

শাহ আমানত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস।

রোববার রাত সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর আসনের নিচ থেকে এসব স্বর্ণের বার জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ৩টি সিটের নিচ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের ওজন ১ কেজি ৩৯২ গ্রাম।

তিনি বলেন, 'যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটের ভেতরে স্বর্ণের বার আছে, এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।'  

এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
bangladesh bank cuts reverse repo rate

No refund for notes bearing religious or political slogans: Bangladesh Bank

The banking regulator introduced the Bangladesh Bank Note Refund Regulations, 2025

4h ago