সিলেট বিমানবন্দরে দুবাইফেরত বিমানের ফ্লাইট থেকে ৮টি স্বর্ণের বার জব্দ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। 

আজ শুক্রবার দুপুরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে বারগুলো জব্দ করা হয়। 

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ৯৩৩ গ্রাম বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

সহকারী কমিশনার বলেন, 'কাস্টমস সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুবাইফেরত বিমানের ফ্লাইট বিজি-২৪৮ এ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।'

তিনি জানান, উড়োজাহাজের ভেতর পরিত্যক্ত একটি ব্যাগের স্বর্ণের বারগুলো লুকানো ছিল। প্রতিটি বারের ওজন ১১৬-১১৭ গ্রাম। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

কাস্টমস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট বিমানবন্দরে গত তিন মাসে নয়টি অভিযানে মোট ২১ কেজি ৩৪৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

9m ago