উখিয়ায় ২১ কেজি আইস জব্দ, আটক ৩

কক্সবাজার, উখিয়া, বালুখালী, ক্রিস্টাল মেথ, আইস, বিজিবি,
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, 'গত মধ্যরাত সাড়ে ১২টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল গ্রামের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সাড়ে ৪ টার দিকে মিয়ানমার ভূখণ্ড থেকে ৬-৭ জনকে বস্তা কাঁধে নিয়ে হেঁটে আসতে দেখেন বিজিবি সদস্যরা। এসময় তাদের থামার নির্দেশ দেওয়া হয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা ২টি ছোট বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে ফেলে যাওয়া বস্তা ২টি খুলে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।'

'উদ্ধার করা ক্রিস্টাল মেথের চালানটি দেশের ইতিহাসের সর্বোচ্চ চালান। মাদকের বড় এই চালানটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মজুদের উদ্দেশ্য ছিল চোরাকারবারিদের। পরে এগুলো ছোট ছোট চালান করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Mahmudur Rahman testifies before ICT-1 on BDR massacre, Shapla Chattar killings

Prosecution prepares to wrap up arguments in crimes against humanity case against Hasina

47m ago