৪ শিশুকে অটোরিকশায় বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৪ শিশুকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের।

গ্রেপ্তার ৩ জন হলেন—উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হক (৬০), তার ছেলে আক্তার হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আসাদ মিয়া (৭০)।

এসআই কাদের জানান, গত শনিবার স্থানীয় আসাদ মিয়ার দোকানের সামনে আক্তার হোসেনের অটোরিকশা রাখা ছিল। সেই সময় ওই ৪ শিশু অটোরিকশায় উঠে বসলে তাদেরকে অটোরিকশার সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শিশুরা তাদের পরিবারের জিম্মায় রয়েছে।'

গ্রেপ্তার ৩ জনকে আজ হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English
Chattogram port Imports

Ctg port hikes tariffs on services by 41%

In the first major tariff revision in nearly four decades, authorities have sweepingly increased the service charges at Chattogram port by 41 percent, despite calls from businesses to defer the duty imposition.

27m ago