লাইসেন্স বাতিলের পরও গোপনে লেনদেন, ঢাকায় ৮ মানি এক্সচেঞ্জ সিলগালা

মানি এক্সচেঞ্জ
অবৈধ মানি এক্সচেঞ্জ বন্ধ করতে সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীতে অবৈধ ৮টি মানি এক্সচেঞ্জ সিলগালা ও ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার মতিঝিল, আশকোনা, আসাদ গেট ও নিউ এলিফ্যান্ট রোড এলাকায় সিআইডি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ অভিযানে এসব মানি এক্সচেঞ্জ সিলগালা করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গুরুতর অনিয়ম পেয়ে বাংলাদেশ ব্যাংক ৮টি মানি চেঞ্জিং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছিল। লাইসেন্স বাতিলের পরও তারা গোপনে ব্যবসা পরিচালনা করছিল।'

খবর পেয়ে সিআইডি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এসব মানি এক্সচেঞ্জের অফিসে অভিযান চালায় বলে জানান তিনি।

এ সময় ১ জনকে গ্রেপ্তারও করা হয়।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো-মতিঝিলের ইয়র্ক মানি এক্সচেঞ্জ ও সুগন্ধা মানি এক্সচেঞ্জ, দিলকুশার জামান মানি চেঞ্জিং হাউজ ও স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ লিমিটেড, আশকোনার জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, আসাদ গেটের মার্সি মানি এক্সচেঞ্জ ও জেবি মানি এক্সচেঞ্জ এবং এলিফ্যান্ট রোডের বেঙ্গল মানি এক্সচেঞ্জ।

গ্রেপ্তার মামুন (৩৬) মতিঝিলের ইয়র্ক মানি এক্সচেঞ্জের কর্মী বলে সিআইডি জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আজাদ বলেন, 'গ্রেপ্তার মামুন হুন্ডি ব্যবসায়ী বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা জব্দ করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Cucsu polls: After 44 years, Chhatra Shibir returns to CU campus

Along with the posts of the vice-president and general secretary, Shibir won a total of 24 out of 26 positions

2h ago