সুপ্রিম কোর্ট চত্বরে পোস্টার-ব্যানার নিষিদ্ধ

high court
স্টার ফাইল ফটো

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কোনো ভবনে পোস্টার ও ব্যানার টাঙানো নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের গৌরব ও পবিত্রতা রক্ষার জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো কাঠামোর ওপর পোস্টার সাঁটানো এবং ব্যানার ঝুলানো নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে আদালত প্রাঙ্গণে কারো পোস্টার ও ব্যানার থাকলে তিন দিনের মধ্যে তা অপসারণ করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

Comments

The Daily Star  | English

'Remark on Jamaat': Pubail OC attached to GMP Police Lines

Jamaat leaders lodge complaint, accusing OC of making 'politically biased' comments

28m ago